25 C
Kolkata

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা : দার্জিলিংয়ের তাকদায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল কপ্টার-দুর্ঘটনায় মৃত সেনাকর্মী সৎপাল রাইয়ের। বাবার সমাধিস্থলের পাশে সমাধিস্থ করা হল তাঁকে। সোমবার বন্ধ রাখা হয় তাকদা চা বাগান। রবিবার রাতেই বাড়িতে পৌঁছয় মরদেহ। রাই সম্প্রদায়ের রীতি মেনে সোমবার সকাল থেকে শুরু হয় শেষকৃত্যের নিয়ম-আচার।

সৎপালের মরদেহ যে তিরঙ্গায় মোড়া ছিল, শেষকৃত্যর আগে তা তুলে দেওয়া হয় তাঁর স্ত্রীর হাতে। শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত, দার্জিলিং-এর বিধায়ক নীরজ জিম্বা, জিটিএ প্রাক্তন চেয়ারম্যান অনীত থাপা সহ অন্যান্যরা।

Featured article

%d bloggers like this: