নিজস্ব সংবাদদাতা : ‘আমি আমোদের জন্য মাদক সেবনকে সমর্থন করি না। কখনও নিজের করিওনি। কিন্তু আমার খুব খারাপ লাগছে একটা দলের এই পৈশাচিক আনন্দ দেখে, যারা ছেলে গ্রেপ্তারি নিয়ে শাহরুখকে ডাইনি-শিকার করছে। একটু সহানুভূতি দেখান জনগণ। জনগণের দৃষ্টি এমনিই খারাপ, তাতে একটা ২৩ বছরের ছেলেকে রগড়ানোর কিছু হয়নি।’ আরিয়ান খান গ্রেফতারি ইস্যুতে মুখ খুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। টুইটারে পাশে দাঁড়ালেন শাহরুখের।

রবিবার সন্ধেবেলা মাদক সেবন, কেনা এবং সঙ্গে রাখার অভিযোগে গ্রেপ্তার হন আরিয়ান খান। ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি-র হেপাজতেই থাকবেন ২৩ বছরের আরিয়ান এবং তাঁর দুই সঙ্গী আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা। তার পর থেকে দেশজুড়ে সমালোচনার ঝড়। সোশ্যাল মিডিয়ায়, সংবাদ মাধ্যমে। কেউ মাদক সেবনের জন্য আরিয়ানকে তোপ দাগছেন। কেউ এসবের জন্য তাঁর তারকা-বাবা শাহরুখকে দায়ী করছেন।

এর আগে ঋত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান, শাহরুখের ঘনিষ্ঠ সুনীল শেট্টিও আরিয়ানের হয়ে মুখ খুলেছেন। যদিও সেজন্য তাঁদেরকেও ট্রোল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আদালতের বিচারের আগেই মিডিয়ায় আদালত বসানো, রায় দান নতুন নয়। এবার সোশ্যাল মিডিয়ায় শাহরুখ পুত্রকে নিয়ে এই খাপ পঞ্চায়েত বসানো নিয়ে তীব্র প্রতিবাদ করলেন শশী থারুর।