27 C
Kolkata

Akhilesh Yadav: সর্বস্তরীয় কমিটির পদ খারিজ অখিলেশের

লখনউ: ২০২৪-এ পাখির চোখ। আর তাতে বাজিমাত করতে বড় পক্ষপেন নিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। রবিবার সপার জাতীয়, রাজ্য এবং জেলা স্তরের সমস্ত শীর্ষ কমিটি ও পদ (এগ্‌জিকিউটিভ বডি) ভেঙে দিয়েছেন তিনি। যদিও দলের পক্ষ থেকে খোলসা করে কিছুই জানানো হয়নি। তবে উত্তরপ্রদেশের সভাপতি পদে কোনওরকম বদল আনা হয়নি। এখনও বহাল রয়েছেন নরেশ উত্তম। এইদিন সপার পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলা এবং যুব শাখা-সহ দলের সব স্তরের পদ খারিজ করেছেন অখিলেশ যাদব।’

লোকসভা উপনির্বাচনে উত্তরপ্রদেশে অখিলেশদের শক্ত ঘাঁটি ছিল আজমগড় এবং রামপুরে। ‘১৯-এ সেখানেও হেরেছে। সামনের বারের কথা ভেবেই সর্বস্তরে রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন অখিলেশ।

আরও পড়ুন:  Supreme Court Marital Rape: বিয়ের পর শারীরিক জোরাজুরি 'ধর্ষণ', যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

Featured article

%d bloggers like this: