25 C
Kolkata

৭ দিন বিনামূল্যে কাটাতে চান তাজ হোটেলে?

নিজস্ব সংবাদদাতা : তাজ হোটেলে নাকি ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবস উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী বড় অফার দিচ্ছে। অনেকেরই হোয়াটসঅ্য়াপে এসেছে এই মেসেজ। সেখানে বলা হয়েছে তাজ হোটেল একটি গিফট কার্ড দিচ্ছে। এই গিফট কার্ডেই মিলবে আকর্ষঁণীয় অফার।

মেসেজে বলা হয়েছে, ‘আমি তাজ হোটেলের তরফ থেকে একটি গিফট কার্ড পেয়েছি। এক সপ্তাহ তাজ হোটেলে বিনামূল্যে থাকার সুযোগ পেয়েছি।’ এই মেসেজের সঙ্গে ওয়েবসাইটের একটি লিঙ্কও জুড়ে দেওয়া ছিল। সেটি nsknox নামে এক ওয়েবসাইটের লিঙ্ক।

ওই লিঙ্কে ক্লিক করলে একটি গিফট কার্ডের পপ আপ শুরু হয়ে যাচ্ছে। সেখানে লেখা ‘TAJ EXPERIENCES GIFT CARD ‘ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ২০০টি গিফট কার্ড পাঠিয়েছে। আপনি এই কার্ড ব্যবহার করে TAJ-এর যে কোনও হোটেলে বিনামূল্যে ৭দিন থাকতে পারবেন। ”

আরও পড়ুন:  Black Potato: কালো আলু চাষ করলেই হবেন লাখপতি !

জানা গিয়েছে, তাজ হোটেলের যে গিফট কার্ডটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে তা আদ্যোপান্ত ভুয়ো। তাজ হোটেলের তরফে টুইটারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কোনও প্রোমোশন তারা করেনি। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে তাজ হোটেলের তরফে। শুধু তাই নয়।

মুম্বই পুলিশও এনিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে তাজ হোটেল ও ভাইরাল হওয়া সেই মেসেজের স্ক্রিনশট দিয়ে বলা হয়েছে, এগুলো মোবাইল ফোন বা ডেস্কটপ থেকে ব্য়াংক ডিটেলস, পাসওয়ার্ড ইত্যাদি চুরি করার একটি পন্থা। তাই এই লিঙ্কে ক্লিক বা লিঙ্ক অন্য কাউকে শেয়ার না করার কথা বলা হয়েছে।

Featured article

%d bloggers like this: