নিজস্ব সংবাদদাতা : খেলার দুনিয়ায় তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এর আগে সুবেদার হিসেবে বিশিষ্ট সেবা পদক সম্মানে ভূষিত হয়েছেন সোনার ছেলে নীরজ চোপড়া । এবার সোনার ছেলের নামে স্টেডিয়ামের নামকরণ হতে চলেছে। জানা গিয়েছে, পুণে ক্যান্টনমেন্টের স্টেডিয়ামটির নামকরণ হবে ‘নীরজ চোপড়া আর্মি স্পোর্টস স্টেডিয়াম’।
আগামী ২৩ আগস্ট, সোমবারই আনুষ্ঠানিক ভাবে সেনা স্টেডিয়ামটির নাম ঘোষণা করা হবে। ঘোষণা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সেনাপ্রধান এমএম নারাভানে এবং লেফটেন্যান্ট গভর্নর জেএস নায়নের। ভারতে পা রাখার পর থেকেই সংবর্ধনায় ভাসছেন নীরজ চোপড়া। এমনকী লাগাতার সংবর্ধনা অনুষ্ঠানের জেরে অসুস্থও হয়ে পড়েছিলেন নীরজ।
দিল্লি থেকে পানিপথ পৌঁছে সংবর্ধনা অনুষ্ঠানের মাঝপথ থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। তবে এখন সম্পূর্ণ সুস্থ তিনি। বুধবারই হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। যেখানে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ারকে সেন্টার অফ এক্সেল্যান্সের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে ।