নিজস্ব প্রতিনিধি: রবিবার মন্দিরে প্রসাদ বিতরণ। সেখানে শুরু হুড়োহুড়ি। জখম ১৭জন পুণ্যার্থী। ঘটনা মধ্যপ্রদেশের সাগরে। শেষ খবরে আপাতত সকল আহত পুণ্যার্থী সুস্থ।
‘রামকথা’ র আয়োজন করা হয়েছিল মধ্যপ্রদেশের সাগরে। সেখানে আসেন প্রায় ২৫০০০ পুণ্যার্থী। কথা শেষে নারকেল প্রসাদ বিতরণ শুরু হয়ে। প্রসাদ নিতে লোকের ভিড়ে হঠাৎ ভেঙে যায় গার্ড রেল। ঠেলা ঠেলি সামলাতে না পেরে কিছুজন মাটিতে পড়ে যান। তাতেই শুরু পদপিষ্ট হয়ে আহত হন।
স্থানীয় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র সিং বলেন, “এই দুর্ঘটনার কথা শুনেছি। প্রসাদের নারকেল বিতরণের সময় বিপত্তি ঘটেছে। রবিবার বিকেল চারটে পর্যন্ত ১৭ জন পদপিষ্ট হয়েছিলেন। প্রত্যেকের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে।” স্থানীয় সমাজসেবী আকাশ রাজপূত বলেছেন ত্রুটি ছিলনা আয়োজনে। যদিও পদপিষ্টর মতো একটা দুঃখজনক ঘটনা ঘটে যায়। তবে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়।