ডিব্রুগড়: পড়াশুনো না করলে শিক্ষক শিক্ষিকা শাস্তি দেবে এটা আগেকার যুগে শিক্ষা প্রক্রিয়ার খুব স্বাভাবিক ধরন ছিল। এটাই হল কাল। অসমের ডিব্রুগড়ে এক ছাত্রের পড়াশুনো না করা নিয়ে অভিভাবককে অভিযোগ জানিয়েছিলেন শিক্ষিকা। এরপরই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হল তাঁকে। স্কুল ক্যাম্পাসের ভিতর একদল ছাত্র চুলের মুঠি ধরে তাঁকে টানতে টানতে নিয়ে যায়। পাঁচ মাসের গর্ভবতী ছিলেন। তাঁকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদের বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই পুলিশি হস্তক্ষেপে ঘটেছে। জওহর নবোদয় বিদ্যালয়ের এই ছাত্ররা ভাইস প্রিন্সিপালকেও মারধর করতে ছাড়েনি। এমনকী, ওই পরিস্থিতিতে যে বা যাঁরা গিয়েছিলেন, সকলকেই মারধর করা হয়েছে। দশম এবং একাদশ শ্রেণীর ছাত্ররা এতে জড়িত বলে অভিযোগ। ভাইস প্রিন্সিপাল রথিস কুমার পুলিশকে জানান, দুদিন আগেই প্যারেন্টস টিচার্স মিটিং ছিল। সেখানে অভিভাবকরা মুখোমুখি শিক্ষক শিক্ষিকার অনেক রকমের কথা বলেন। সেখানেই এক ছাত্রের পড়াশোনায় ফাঁকি দেওয়া নিয়ে শিক্ষিকা অভিযোগ জানান। সেই রাগেই এই কাণ্ড করে ছাত্ররা। জানা গিয়েছে, শিক্ষিকার অবস্থা সংকটজনক। গর্ভবতী অবস্থায় কিছু জটিলতা আগে থেকেই ছিল। শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন তিনি। ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের হয়নি।
