নিজস্ব সংবাদদাতা: বিশ্বখ্যাত বালু শিল্পী ও পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত শিল্পী সুদর্শন পট্টনায়েক ওড়িশার পুরী সৈকতে জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে একটি বালির ভাস্কর্য তৈরি করেছেন। বৃহস্পতিবার সকালে পুরীর সমুদ্র সৈকতে এই বালির ভাস্কর্য তৈরি করে , তার বার্তা চিকিৎসকরা যেরকম ভাবে সাধারণ মানুষের সেবায় নিযুক্ত আছেন, তাতে চিকিৎসকদের সম্মান করা উচিত ।
কারণ চিকিৎসকরাই কঠিন থেকে কঠিনতর রোগের চিকিৎসা করার জন্য বহু মানুষ সুস্থ হচ্ছেন। শুধু তাই নয়, করোনার সময় যে রকম ভাবে চিকিৎসকরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সাহায্য করতে এগিয়ে এসেছেন তার জন্যই এই বালির শিল্প এর মাধ্যম দিয়ে চিকিৎসকদের সম্মান জানাবার জন্য তার এই প্রয়াস । সুদর্শন পট্টনায়কের পুরীর সমুদ্র সৈকতে এই উদ্যোগকে গোটা দেশ সাধুবাদ জানিয়েছে।