নিজস্ব সংবাদদাতা : ৮ সেপ্টেম্বর অভিনেতা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে এনসিবি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সুশান্তের জন্য মাদক জোগাড় করে দিতেন। একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সুশান্তের ভাই শৌভিকসহ আরও কয়েকজন। জানা যাচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের সময় রিয়া চক্রবর্তী নিজের একটি মোবাইল তদন্তকারীদের হাতে তুলে দিলেও, দ্বিতীয়টি জমা দেননি। সে বিষয়ে অভিনেত্রী কোনও মন্তব্যও করেননি। এরপর রিয়ার বাড়িতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে তল্লাসি চালানো হলে, সেখান থেকে অভিনেত্রীর ল্যাপটপ সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়। তার মধ্যেই ছিল রিয়া চক্রবর্তীর দ্বিতীয় মোবাইল। যেটি তাঁর মা সন্ধ্যা চক্রবর্তীর নামে রয়েছে। সন্ধ্যা চাক্রবর্তীর নামে যে মোবাইলটি রেজিস্ট্রার করা রয়েছে, সেটি থেকেই সামনে আসে বিভিন্ন তথ্য। জানা যায়, মায়ের নামে যে মোবাইলটি রেজিস্ট্রার করা হয়েছে, তার মাধ্যমেই মাদকের কারবারী এবং পাচারকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন রিয়া। সেখান থেকেই মাদক কারবারীদের সঙ্গে রিয়ার বিভিন্ন কথপোকথন প্রকাশ্যে আসতে শুরু করে। এর আগেই সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু এবং মাদক যোগের তদন্তে নার্কোটিক্স কন্ট্রোল বুরোর (এনসিবি) কাছে রিয়া চক্রবর্তী বলিউডের আরও কিছু নাম বলেছেন বলে শোনা যায় । তার মধ্যে অভিনেত্রী সারা আলি খান, অভিনেত্রী রাকুল প্রীত সিং এবং পরিচালক মুকেশ ছাবড়ার নাম রয়েছে বলে খবর। নাম এসেছে সুশান্তের বন্ধু এবং প্রাক্তন ম্যানেজার রোহিণী আইয়ার, ডিজাইনার সিমোন খামবাট্টারও।