19 C
Kolkata

উৎপাদনের খরচ বৃদ্ধিতে বাড়ছে সুজুকির দাম

নিজস্ব প্রতিবেদন: চলতি বছরে বেড়েছে উত্পাদনের খরচ। জার কারণে বৃদ্ধি পেয়েছে কিছু সংস্থার গাড়ি ও মোটরসাইকেলের দাম। আর ঠিক সেই কারণেই শুক্রবার নির্দিষ্ট কিছু গাড়ির মডেলের দাম বৃদ্ধির ঘোষণা করল মারুতি সুজুকি।১৬ এপ্রিল থেকেই নয়া দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে এই সংস্থার তরফ থেকে।

‘সব মডেল মিলিয়ে দিল্লিতে এক্স-শোরুম দামে ১.৬% বৃদ্ধি হচ্ছে,’ জানিয়েছে সংস্থা। গত ২০২০ সালের মার্চে ৯২,৫৪০ ইউনিট গাড়ি উত্পাদন করে মারুতি সুজুকি। ২০২১ সালের মার্চে মারুতি সুজুকি ভারতে মোট ১,৭২,৪৩৩ ইউনিট গাড়ি উত্পাদন করেছে। গত বছরে যদিও এই সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। মূলত করোনা পরিস্থিতির কারণে সেই সময়ে অপেক্ষাকৃত কম সংখ্যক গাড়ি উত্পাদন করে সংস্থা। শুক্রবার ঘোষণার পর পরই প্রায় ১% বৃদ্ধি পায় মারুতি সুজুকির শেয়ার।

আরও পড়ুন:  Delhi : লিফটে আটকে তিন শিশু !ভয়ানক কান্ড ঘটল তারপর

উত্পাদনের সঙ্গে সঙ্গে, দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকার ও শীর্ষে রয়েছে মারুতি সুজুকি। গত মার্চে দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ি হলো – মারুতি সুইফট। মার্চে ২১,৭১৪ ইউনিট সুইফট বিক্রি হয়েছে।

এছাড়াও মার্চে দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পাঁচটি গাড়ির মধ্যে ৪টি মডেলই ছিল মারুতি সুজুকির।

Featured article

%d bloggers like this: