29 C
Kolkata

নয়ডার বসতিতে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ২ শিশুর

নিজস্ব সংবাদদাতা : নয়ডার সেক্টর ৬৩-র কাছে একটি বসতিতে ভয়াবহ আগুন লাগল। ঘটনাস্থলে পৌঁছেছে প্রচুর পুলিশ এবং দমকল কর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুনে ২টি বছর তিনেকের শিশুর মৃত্যু হয়েছে। আগুনে এখনও পর্যন্ত অন্তত ১৫০টি ঝুপড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।

নয়ডা পুলিশের গৌতম বুদ্ধ নগর কমিশনারের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে আগুন লাগার কথা জানানো হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার পরই পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছয়। তার আগেই অবশ্য বসতিবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন।

আরও পড়ুন:  Accident: নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পর্যটকবাহী গাড়ি, মৃত ৭, আহত ১০

দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুনে ২ শিশুর মৃত্যুর পাশাপাশি কয়েক জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই আগুনের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:  #IndiaPriceHike: মুদ্রাস্ফীতি অব্যাহত থাকবে এবছরও, উদ্বেগ প্রকাশ কেন্দ্রের

সেখানে দেখা যাচ্ছে, অনেক দূর থেকে কালো ধোঁয়া নজরে পড়েছে। আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ছড়িয়েছে আতঙ্কও।

Featured article

%d bloggers like this: