19 C
Kolkata

লকডাউন এর বাজারে সুসংবাদ, কোকোকোলা মাইনে বাড়ালো কর্মীদের

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা 28 april:: করোনা আক্রমণে লকডাউন এ একটির পর একটি দুঃসংবাদের মধ্যে অন্তত একটি ভালো খবর মিলল. যখন ব্র্যান্ডেড সংস্থা গুলি থেকে মানুষ চাকরি হারাচ্ছে, লে অফ এর স্বীকার হচ্ছে, ঠিক তখন হিন্দুস্তান কোকোকোলা কোম্পানি তাদের কর্মীদের 7.8 শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিলো. দুহাজার কুড়ি সালের পয়লা এপ্রিল থেকে এই বাড়তি বেতন মিলবে বলে জানা গেছে. হিন্দুস্তান কোকোকলার সাত হাজার কর্মী এর দ্বারা উপকৃত হবেন. ভারতে হিন্দুস্থান কোকোকোলার মোট পনেরোটি কারখানায় coke, sprite, thumps up, minutes made, maaza উৎপাদিত হয়. কোম্পানিটি দুহাজার উনিশ সালে তিনশো বাইশ কোটি টাকা লাভ করেছে. ভারত একটির পর একটি কোম্পানিতে যখন কর্মীরা কাজ হারাচ্ছে, তখন কোকাকোলার এই উদ্যোগ আসার আলো দেখাচ্ছে. দুহাজার কুড়ি সালের প্রথম তিনমাস এ করোনার কারণে কোকাকোলা এর বিক্রি কমলেও তাদের এই সৎ উদ্যাগ তারিফ পাচ্ছে বাণিজ্য মহলের.

আরও পড়ুন:  BJP: পাখির চোখ লোকসভা নির্বাচন! আগামী সপ্তাহে জরুরি বৈঠক বিজেপির

Featured article

%d bloggers like this: