বেঙ্গালুরু: বিশ্বের সবচেয়ে বড় automotive গ্রুপগুলির মধ্যে একটি হল Toyota। এদেশে জাপানের এই কোম্পানির ব্যবসা নিয়ে এসেছিলেন বিক্রম কিরলোসকার (৬৪)। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত বেঙ্গালুরুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি। ওইদিন রাতেই প্রয়াত টয়োটার ভারতের স্তম্ভ। দেশের অটোমোটিভ বাণিজ্যে বড়সর ক্ষতি বলা যেতেই পারে।
১৯৮০ সালে জাপানে গিয়েছিলেন পড়তে। তখনই Totota Motor Co. সম্পর্কে জানেন। বন্ধুত্ব হয় মালিকের সঙ্গে। এরপরই ভারতে ব্যবসা শুরু করেন। জোট বাঁধে টয়োটা-কিরলোসকারস। ২৫ বছর আগে ১১ শতাংশ শেয়ার কেনে বিক্রমের কোম্পানি। তা এখনও ধরে রাখতে সক্ষম। কিছু মাস আগেই স্ত্রী গীতাঞ্জলি ও মেয়ে মানসীকে টয়োটা কিরলোসকার মোটরসের বোর্ড সদস্য করেন।