22 C
Kolkata

বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক কম, বিজেপি নেতা বেশি : বিস্ফোরক অনুপম

অমর্ত্য সেন ইস্যুতে বিশ্বভারতীয় উপাচার্যকে নিশানা স্বয়ং বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা-র। ‘অবসরের সময় হয়ে গিয়েছে বলে নিজেকে প্রো-বিজেপি প্রমাণের চেষ্টা করছে বিদ্যুৎ চক্রবর্তী – এমনটাই মনে করেন অনুপম (Anupam Hazra)৷ অমর্ত্য সেনের প্রতীচীর জমি বিতর্কে নোবেল জয়ী অর্থনীতিবিদ-দের পাশে দাঁড়িয়ে উপাচার্য কে তোপ অনুপম-এর। তিনি স্পষ্ট অভিযোগ তোলেন, ‘বিশ্বভারতীর উপাচার্যের জন্য প্রধানমন্ত্রীর নাম খারাপ হচ্ছে। পৌষ মেলা ও বসন্ত উৎসব বন্ধ করে দিয়েছেন উনি।’ অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন, অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষের।

এদিন বীরভূম সফরে এসে ভূমি ও ভূমি সংস্কার দফতরের একাধিক নথি তুলে দেন মুখ্যমন্ত্রী ভারতরত্নের হাতে। বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। এরপরই বিশ্বভারতীর তরফে বিজ্ঞপ্তি জারি করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয়। বিশ্বভারতীর এরূপ মন্তব্য নিয়ে সমালোচনা চলে বিভিন্ন মহলে।

আরও পড়ুন:  Amritpal: অমৃতপালকে কেন্দ্র করে হুমকি অকাল তখ্‌তের !

এদিন অনুপম হাজরা (Anupam Hazra) বিশ্বভারতীর উপাচার্যকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি স্পষ্ট বলেন, “বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক কম, বিজেপির নেতা বেশী।” অনুপম প্রশ্ন তোলেন, “মেয়াদ শেষ হয়ে আসছে বলেই বিজেপি পক্ষে রয়েছেন তিনি, এটা দেখাচ্ছেন ? উনি পৌষ মেলা ও বসন্ত উৎসব বন্ধ করে দিয়েছেন প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন না, এই যুক্তি দিয়ে।”

Featured article

%d bloggers like this: