নয়াদিল্লি: তাঁর জয় নিয়ে কোনরকম কোনও সংশয় ছিল না । ফল ঘোষণার পরই দেখা মিলল সেই চিত্রের । উপরাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন বাংলার সদ্যপ্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় । ভোট পেয়েছেন ৫২৮টি । এদিকে বিপরীতে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা পেয়েছেন ১৮২টি ভোট। ৩৪৬ ভোটে আলভাকে হারিয়ে জয়ী হলেন ধনকড়।উপরাষ্ট্রপতি ভোটের রিটার্নিং অফিসার বলেন,৭৮০ জন মোট বৈধ ভোটের ছিলেন । তার মধ্যে ৭২৫ জন ভোট দিয়েছেন । ১৫ টি ব্যালট পেপার বাতিল হয়েছে । সব মিলিয়ে দেখতে গেলে ভোট পড়েছিল ৯২.৯৪ পারসেন্ট। প্রাক্তন রাজ্যপাল ৭৪.৩৬ পেয়েছেন। যা ১৯৯৭ সাল থেকে যতগুলি উপরাষ্ট্রপতি নির্বাচনে হয়েছে তার তুলনায় সবচেয়ে বেশি। পাঁচ জন মনোনীত সাংসদও ধনখড়কে সমর্থনের কথা বলেছেন। বিরোধী প্রার্থী মার্গারেটকে ভোটে সমর্থন জানিয়েছে কংগ্রেস, এমকে স্ট্যালিনের ডিএমকে, লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল, শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কেজরীবালের আম আদমি পার্টি এবং বামেরা। শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর ন’জন সাংসদও সমর্থন করেছেন মার্গারেটকে।