নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কার জেরে আগামী কয়েক দিন দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামীকাল উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধতে পারে। তার প্রভাবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে।বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেকারণে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে রাজ্যে আগামী কয়েকদিন ভারি বৃষ্টির পূর্বাভাস থাকায় রাজ্য সরকার সব রকম সতর্কতা বজায় রাখার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। দিল্লি সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মুখ্যসচিব এবং বিপর্যয় মোকাবিলা সচিবের সঙ্গে ফোনে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সংশ্লিষ্ট আধিকারিকদের তিনি পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে বলেছেন। জেলায় ক্ষতিগ্রস্ত বঁাধ মেরামতির কাজেও বিশেষভাবে নজর দেওয়ার তিনি নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই কাজে তদারকির জন্য একটি কন্ট্রোলরুম খোলারও তিনি নির্দেশ দিয়েছেন । আবহাওয়াজনিত পূর্বাভাসের জেরে সকল কাটছাঁট করে মুখ্যমন্ত্রী আগামীকালই ফিরে আসতে পারেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।