নিজস্ব প্রতিবেদন: ফের বড়সড় প্রশ্নের মুখে ট্রেনের যাত্রী সুরক্ষা। চলন্ত ট্রেনেই মহিলার শ্লীলতাহানি। অভিযোগ দুই কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে। ইতিমধ্যে, দুই বিধায়কের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। যদিও, মহিলার আনা এই অভিযোগ অস্বীকার করেছেন সাতনার বিধায়ক সিদ্ধার্থ কুশওয়াহা।
জানা গিয়েছে, Rewanchal Express-এর ফার্স্ট ক্লাস কামরাতে শিশুপুত্রকে নিয়ে মধ্যপ্রদেশের রেওয়া থেকে ভোপাল যাচ্ছিলেন বছর বত্রিশের ওই মহিলা। ট্রেনের ওই প্রথম শ্রেণির কামরাতেই তাঁর সহযাত্রী ছিলেন মধ্যপ্রদেশের দুই কংগ্রেস বিধায়ক। মহিলার অভিযোগ, দুই বিধায়কই মদ্যপ ছিলেন। তাঁকে একা দেখে দু’জনেই অশালীন ভাষায় কটাক্ষ করতে থাকেন। এর পরেই শুরু হয় একসঙ্গে খাওয়ার জন্য জোরজবরদস্তি, হাত ধরে টানাটানি।
পুলিশ সূত্রে খবর, মহিলাটি ফোনে তার স্বামীকে এসব জানিয়েছিলেন। টুইটে রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ওই মহিলার স্বামী। এর পরেই রেল প্রশাসন তত্পর হয়ে ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি ধরা পড়ার পর শুক্রবার সাগর জিআরপিতে দুই বিধায়কের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। মহিলার অভিযোগের ভিত্তিতে সাতনার বিধায়ক সিদ্ধার্থ কুশওয়াহা এবং কোটমার বিধায়ক সুনীল সরাফের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।