22 C
Kolkata

সুখবর! বোনাস হিসেবে একসঙ্গে মিলবে ৪ বছরের বেতন

নিজস্ব প্রতিবেদন: গল্প নয় সত্যি! বোনাস হিসাবে একসঙ্গে মিলবে ৪ বছরের বেতন। বিশ্বজুড়ে আর্থিক মন্দার আশঙ্কা। করোনা থাবা বসানোর পর থেকেই কাজ হারিয়েছেন বহু মানুষ। একের পর এক তথ্য প্রযুক্তি সংস্থা ছাঁটাই করছে। এই পরিস্থিতিরতে চওড়া হাসি ফুটল তাইওয়ানের এক জাহাজ সংস্থার কর্মীদের মুখে। গোটা বিশ্ব যখন বেতনে কাটছাঁট নিয়ে আতঙ্কিত ঠিক তখন তাঁদের অ্যাকাউন্টে পড়ল মোটা অঙ্কের বোনাস। এক-দু’মাস নয়,অ্যাকাউন্টে জমা পড়ল ৫০ মাস বা ৪ বছরের বোনাস।

তাইওয়ানের জাহাজ সংস্থা এভারগ্রিন মেরিন কর্প। বছর শেষে সেই সংস্থার কর্মীদের মুখে ফুটল চওড়া হাসি। কারণ, বোনাস হিসেবে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে ৫ বছরের বেতন। জানা গিয়েছে, এক একজন কর্মীকে প্রায় ৬৫ হাজার ডলার বোনাস দেওয়া হয়েছে। ভারতীয় মূল্যে যার অর্থ প্রায় ৫৪ লক্ষ টাকা। তবে সমস্ত কর্মীরা পাননি এক পরিমাণ বোনাস। কারণ, পারফরম্যান্স ও পদমর্যাদার ভিত্তিতে বোনাস দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, শুধুমাত্র তাইওয়ানের কর্মীদেরই বোনাস দেওয়া হয়েছে। যা নিয়ে ক্ষুব্ধ ওই সংস্থার অন্যান্য দেশের কর্মীরা।

আরও পড়ুন:  OYO Rooms: ক্রমশই বাড়ছে OYO-র ব্যবসা !

জানা গিয়েছে, ২০২০ সালের পর থেকে সংস্থার রাজস্ব তিন গুণ বৃদ্ধির হচ্ছে। অতিমারি করোনার আবহে জাহাজের ব্যবসার রমরমা। জলপথে পরিবহণ হচ্ছে বহু পণ্য। যার জেরে ফুলে ফেঁপে উঠেছে জাহাজের ব্যাবসা। গত ৩ বছরে লাভ হয়েছে প্রায় ২০৭০ কোটি ডলার। সংস্থা মনে করে, সেই লাভের ভাগিদার সংস্থার কর্মীরাও। সেই জন্য কয়েকজন কর্মীকে ৫০ মাসের বেতন বোনাস হিসাবে দেওয়া হয়েছে। গড়ে তা ৪ বছরের বেশি বেতনের সমান।

Featured article

%d bloggers like this: