জাকার্তা: ইন্দোনেশিয়ায় জোরাল কম্পন। সোমবার রাতে দেশটিতে একটি বড় মাপের ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯। যার জেরে সুনামির সতর্কতাও জারি করা হয়েছে। মালুকু দ্বীপ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল।
ইউনিভার্সাল টাইম কোড অনুযায়ী বিকাল ৫টা বেজে ৪৭ মিনিটে, অর্থাৎ, ভারতীয় সময় রাত ১১টা বেজে ২০ মিনিটে জোরাল কম্পন অনুভূত হয় দেশটিতে। আতঙ্কে বাড়ি-ঘর ছেড়ে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর তরফে জানানো হয়েছে, ইন্দোনেশিয়ার তানিম্বার অঞ্চলে ভূমিকম্প হয়েছে। মাটি থেকে ৯৭ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
ইএমএসসি জানিয়েছে, পরবর্তী কয়েক ঘণ্টা বা কয়েক দিন ধরে আফটারশক চলতে পারে। সেকারণে সুরক্ষার জন্য ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকতে হবে। এর আগে ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর উপকূলে ৯.১ মাত্রা ভূমিকম্পে ভারত মহাসাগর জুড়ে বিভিন্ন দেশে সুনামি তরঙ্গ আঘাত হেনেছিল। শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই ২ লক্ষ ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।