কাবুল : ভূমিকম্পের জেরে আফগানিস্তানে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান- সহ পাকিস্তানও। তবে এতে পাকিস্তানের হতাহতের খবর না মিললেও সময়ের সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আফগানিস্তানের মৃতের সংখ্যা। এরই মধ্যে মৃতের সংখ্যা হাজার ছুঁইছুঁই।আহতের সংখ্যা পাঁচশোরও বেশি।
ইতিমধ্যে আহতের উদ্ধার করে স্থানীয় হসপিটালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা শুরু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে পড়ে প্রাণ গেছে বহু মানুষের।তাদের উদ্ধার কার্য শেষ হয়নি। পক্তিকা প্রদেশে কম্পন এতটাই ছিল সে সেখানেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গুঁড়িয়ে গেছে বহু বাড়ি। উদ্ধারকারীরা এখনও দেখছেন ভগ্ন স্তুপের নিচে কেউ চাপা পরে আছেন কিনা।
পক্তিকা প্রদেশে এক বিরাট জন বসতি ছিল। বুধবার সকালের ভূমিকম্পে সেই জনবসতি মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। অবশিষ্ট রয়ে গেছে শুধু ভাঙা বাড়ি ঘর আর লাশের স্তুপ।