কাবুল : ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান।বুধবার ভোরে আচমকাই ভূমিকম্প শুরু হয় আফগান মুকুলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১।ওই দেশের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, তীব্ৰ এই ভুমিকম্পেরজেরে মৃত্যু হয় অন্তত ১৫০ জন মানুষের।এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান সহ ভারতেও।সব মিলিয়ে প্রায় ৫০০ কিলোমিটার অঞ্চল ভূমিকম্পের কবলে পড়েছে। কিন্তু আফগানিস্থানেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রের খবর , মূলত দেশের পূর্বদিকে কম্পন অনুভূত হয়। পক্তিকা প্রদেশে কম্পনের ব্যাপকতা সবচেয়ে বেশি ছিল। যার কারণে সেখানেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।শুধুমাত্র পক্তিকা প্রদেশ থেকেই ১০০ জন মারা গেছে।আহত হয়েছে ২৫০-এর বেশি মানুষ। আফগানিস্তানের তালিবান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রধান মহম্মদ নাসসিম হাক্কানি এই খবর নিশ্চিত করেছেন। এছাড়াও খোস্ত প্রদেশ থেকেও মৃত্যুর খবর আসছে। মৃত্যুর সগখ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।