27 C
Kolkata

কথায় বলে গোড়ায় গলদ

নিজস্ব সংবাদদাতা :: মাঝে মধ্যেই তাঁর তথ্যে গরমিল, ভুলচুক হয়ে যায়। নোবেল প্রাপকের নাম বেমালুম ভুলে যান তিনি । তবে তাতে অসুবিধা নেই তাঁর। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্প্রতি তিনি যা করলেন, তা ছাপিয়ে গিয়েছে তাঁর বাকি সব কাজকে। অ্যারিজোনায় একটি ফেস মাস্ক ফ্যাক্টরি ঘুরে দেখেন ট্রাম্প। কাজ কেমন চলছে, উত্‍পাদনের হার কি রকম, উত্‍পাদন বাড়ানো যায় কীনা, এসবই খুঁটিয়ে ও খতিয়ে দেখেন তিনি। সবই ঠিক ছিল। শুধু গোল বাঁধল অন্য জায়গায়। মাস্ক ফ্যাক্টরি ঘুরে দেখলেও ট্রাম্পের নিজের মুখেই কোনও মাস্ক ছিল না বলে অভিযোগ। ওয়াশিংটন থেকে অ্যারিজোনা যাওয়ার গোটা সফরেই তাঁর মুখ ছিল মাস্ক ছাড়া। হানিওয়েল ইন্টারন্যাশনাল নামের ওই মাস্ক ফ্যাক্টরিটি নতুন চালু হয়েছে। ইউ এস ডিপার্টমেন্ট অফ হেলথের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করে এরা। এরা মূলত করোনা ভাইরাস মোকাবিলার জন্য এন৯৫ টাইপ মাস্ক তৈরি করে। সেই ফ্যাক্টরিটিই এদিন ঘুরে দেখেন ট্রাম্প। ট্রাম্পকে দেখা যায় চোখ বাঁচানোর সেফটি গগলস পরতে। কিন্তু মাস্ক পরেননি তিনি। তবে ওই ফ্যাক্টরির সকলেই ফেস মাস্ক ব্যবহার করছিলেন। যে সাইট ট্রাম্প ঘুরে দেখেন, সেখানে বিধিবদ্ধ সতর্কীকরণও ছিল, যাতে লেখা ছিল সাবধান, ফেসমাস্ক ছাড়া প্রবেশ নিষেধ।তবে গোড়ায় গলদ থাকলে যা হয়। ওই বোর্ডের সামনে দিয়েই মাস্ক ছাড়া সদর্পে ঘুরে বেড়িয়েছেন ট্রাম্প। তারই সঙ্গে মাস্ক ছাড়া ঘুরেছেন কোম্পানির চিফ এগজিকিউটিভ অফিসার, হোয়াইট হাউজ চিফ অফ স্টাফ ও ট্রাম্পের সঙ্গে থাকা জনা কয়েক আধিকারিক।কেন ট্রাম্প মাস্ক পরেননি, তার কোনও সদুত্তর দিতে পারেনি হোয়াইট হাউজ। এদিকে, যাবতীয় কর্মকাণ্ড, লকডাউন, পিপিই কিট সবকিছুর পরেও আমেরিকায় করোনা বাগ মানছে না। মৃত্যু হচ্ছে হাজারে হাজারে। সব জেনেও রাষ্ট্রনেতার এহেন ব্যাবহারে প্রশ্ন তুলেছেন সেদেশের বহু মানুষ

আরও পড়ুন:  Stranger Things: কোন চরিত্রের মৃত্যু হতে পারে Stranger Things 5-এ

Featured article

%d bloggers like this: