নয়াদিল্লি: পারমাণবিক দিক থেকে নিজেদের আরও শক্তিশালী করে তুলতে চাইছে চিন। যা ভারত এবং আমেরিকার মতো দেশগুলির কাছে যথেষ্ট আশঙ্কাজনক সংবাদ। ভারতকে ইতিমধ্যেই সতর্ক করেছে আমেরিকা। জানা গিয়েছে, ভারত মহাসাগরীয় এলাকায় চিনা প্রভাব বাড়তে পারে। নয়া দিল্লিতে এমনই রিপোর্ট পাঠিয়েছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর। তাদের তথ্য অনুযায়ী, আফ্রিকা উপকূলের দেশ জিবুতির ঘাঁটিতে চিনা ফৌজ এবার যুদ্ধ জাহাজ যুদ্ধবিমান এবং ডুবোজাহাজ মোতায়েনের কাজ শুরু করে দিয়েছে। এই সপ্তাহতেই আমেরিকার কংগ্রেসে এই নৌঘাঁটি সম্পর্কিত একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে একটি উপগ্রহ চিত্র। তাতে স্পষ্ট ইতিমধ্যেই সোমালিয়ার পড়শি ওই দেশে বেশ কিছু যুদ্ধ জাহাজ মোতায়েন করে ফেলেছে চিন। এরপরই সিঁদুরে মেঘ দেখছে আমেরিকা। ভারতীয় নৌ বাহিনীর গতিবিধি ভবিষ্যতে ভারত মহাসাগরে বাধাপ্রাপ্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নয়াদিল্লিকে ইতিমধ্যেই সাবধান হওয়ার বার্তা দিয়েছে বন্ধু আমেরিকা।