28 C
Kolkata

দক্ষিণ আফ্রিকায় বাড়ছে বন্যপ্রাণী হত্যা

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ আফ্রিকায় বন্যপ্রাণী হত্যা এবং পাচার দীর্ঘদিনের সমস্যা । বিশেষ করে এশিয়ায় গন্ডারের শিংয়ের বিপুল চাহিদার জন্য এ দেশে গত দশক থেকেই বিপদের মুখে রয়েছে বন্যপ্রাণ। সমীক্ষা বলছে , গত দশকে ৮,২০০ গন্ডারকে প্রাণ দিতে হয়েছে এই চাহিদার জোগানে! দারিদ্র্য আর কর্মহীনতার জেরেই না কি দক্ষিণ আফ্রিকায় হু-হু করে বেড়ে চলেছে বন্যপ্রাণী হত্যা এবং পাচারের মতো সংবেদনশীল অপরাধ। দক্ষিণ আফ্রিকার থানায় আপাতত এই অপরাধে বন্দি হয়ে আছেন যাঁরা, তেমন ৭৩ জনের সঙ্গে কথাবার্তার ভিত্তিতে এ হেন খবর বিশ্বের সামনে তুলে ধরছে আন্তর্জাতিক বন্যপ্রাণ সংরক্ষণ দল। বন্দিদের জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এক বন্দি অকপটে জানিয়েছেন যে, তিনি তাঁর প্রথম সন্তানকে ভাল স্কুলে পাঠানোর তাগিদে এসেছিলেন এই পেশায়। তিনি শৈশবে যা কিছু পাননি, তার সবটা উজাড় করে দিতে চেয়েছিলেন সন্তানকে। তেমনই আরেকজন জানিয়েছেন , হাতে অন্য কাজ থাকলে তিনি কখনই এই পেশায় আসতেন না।অনেকে আবার নিজেদের বন্ধুদের দেখে টাকার লোভে বিলাসবহুল জীবনযাত্রা কাটাতে বেছে নিয়েছেন এই পেশা। হালফিলে দুই শ্রেণির মানুষকে বহুল পরিমাণে যুক্ত হতে দেখা যাচ্ছে এই ব্যবসার সঙ্গে। এক দল যাঁরা জন্ম থেকেই গরিব, আরেক দল যাঁরা কাজ হারিয়ে সম্প্রতি বিপদে পড়েছেন। তার পরেও সরকার কেন দারিদ্র্য দূরীকরণে নজর দিচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ।

আরও পড়ুন:  অনৈতিক তথ্য ভাণ্ডার
আরও পড়ুন:  Hijab Controversy: সাংবাদিক হিজাব না পরায় সাক্ষাৎকার বাতিল করলেন রাষ্ট্রপতি

Related posts:

Featured article

%d bloggers like this: