নিজস্ব সংবাদদাতা : কম্পিউটার সফটওয়্যার জগতের বিতর্কিত নায়ক জন ম্যাক্যাফির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্পেনের জেলে।নানারকম অপরাধূলক কাজের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। একাধিক মামলায় জর্জরিত ছিলেন। সম্প্রতি তাঁকে করফাঁকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। বার্সেলোনার জেলই ছিল তাঁর সাম্প্রতিক ঠিকানা।
সেই জেলের ভেতরেই ম্যাকাফির মৃতদেহ উদ্ধার হয়েছে। জেলকর্তারা বলাবলি করছেন, শাস্তির ভয়ে আত্মহত্যা করেছেন জন ম্যাকাফি। যদিও এই বিষয়ে নিশ্চিত তথ্য এখনও মেলেনি। প্রযুক্তি বিশ্বে বেশ বিতর্কিত হয়ে পড়েছিলেন জন ম্যাক্যাফি। তার কোম্পানি প্রথম বাণিজ্যিক ভিত্তিতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ‘ম্যাক্যাফি ভাইরাস স্ক্যান’ বাজারে ছেড়েছিল।
কমপিউটার জগতে তার ম্যাক্যাফি ভাইরাস স্ক্যান কোটি কোটি ডলারের শিল্পকে রক্ষায় সহায়তা করেছে। তারা প্রযুক্তি বিষয়ক আরেক জায়ান্ট প্রতিষ্ঠান ইন্টেলের কাছে তা বিক্রি করেছে কমপক্ষে ৭৬০ কোটি ডলারে। জন ম্যাক্যাফির জন্ম ইংল্যান্ডে। ১৯৮০র দশকে তিনি বিখ্যাত হয়ে ওঠেন, যখন তার প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে ম্যাক্যাফি ভাইরাস স্ক্যান চালু করেন।
৭৫ বছরের জন ম্যাকাফি গত বছর অক্টোবরে পুলিশের হাতে ধরা পড়েন। বিপুল অঙ্কের টাকা করফাঁকি দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বার্সেলোনা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ইস্তানবুল পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন তিনি। করফাঁকি ছাড়াও খুনের মামলা ঝুলছিল তাঁর বিরুদ্ধে। ক্রিপটোকারেন্সিতেও বিতর্কে জড়িয়েছিলেন ম্যাকাফি।
স্পেনের ন্যাশনাল কোর্টে বুধবার করফাঁকি দেওয়ার মামলার শুনানি ছিল। সেখানেই ম্যাকাফিকে আমেরিকার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত। বার্সেলোনার জেলকর্তারা জানিয়েছেন, এই শুনানির পরেই ভেঙে পড়েছিলেন ম্যাকাফি। এরপরেই তাঁর মৃতদেহ পাওয়া যায় জেলের ভেতরে।