নিজস্ব প্রতিবেদন : অরিজিৎ সিং কে ফের একবার সামনে থেকে দেখবার জন্য, রীতিমতন উৎসাহিত হয়ে রয়েছেন বাংলার দর্শকেরা। এসো নিয়ে রীতিমতন বিতর্কের ঝড় উঠেছিল কয়েকদিন আগে। শো-এর টিকিটের মূল্য নিয়ো বিতর্কের কোন কমতি ছিল না। তবে তার থেকেও বড় ঝড় উঠেছিল যখন জানা গিয়েছিল সমস্ত টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরেও শো এর জায়গা ঠিক নেই।

ইকো পার্কে প্রথমে এই শো হওয়ার কথা ছিল। তবে হঠাৎই পরিবেশ দূষণের কথা মাথায় রেখে ইকো পার্কের কর্মকর্তারা জানিয়ে দেয় সেখানে অরিজিৎ সিং এর শো হবে না। তারপর থেকেই প্রশ্ন উঠেছিল তাহলে অরিজিতের শো কোথায় হবে ! অবশেষে জানা গেল নিউটনের কাছে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে হতে চলেছে অরিজিৎ সিং এর শো।

তবে অত দর্শকের বসার জায়গা এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থা এবং এর পাশাপাশি পরিকাঠামো রয়েছে কিনা তা খতিয়ে দেখতে মঙ্গলবার একোয়াটিকা ওয়াটার পার্কে যান কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার। কি করছিস এছাড়া মিউজিকাল শো-য়ের আয়োজক এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা এই শো নিয়ে বৈঠকেও বসেন। যদিও এই নিয়ে এখনো মুখ খোলেননি কেউই।