নিজস্ব সংবাদদাতাঃ তালিবানরা আফগানিস্থানের দখল নেওয়ার পর গোটা আফগানিস্থান জুড়ে জারি করা হচ্ছে কড়া তালিবানি ফতেয়া। তারমধ্যে অন্যতম হল মহিলাদের ক্রিকেটসহ নানা খেলায় বাধা দান।
উল্লেখ্য, তালিবানদের জারি করা এই নিয়ম মানতে নারাজ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড । গত বৃহস্পতিবার অজি ক্রিকেট বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয় , আফগানিস্থানের মাটিতে যদি মেয়েদের ক্রিকেট খেলতে না দেয় তালিবান সরকার, তাহলে আফগান ছেলেদের বিরুদ্ধেও টেস্ট খেলবে না অস্ট্রেলিয়া। তাদের পক্ষ থেকে আরও বলা হয়, ক্রিকেটের বিষয় নিয়ে আমাদের ধারণা সম্পূর্ণ পরিষ্কার। এটা এমন একটা খেলা, যাতে সবাই অংশ নিতে পারেন। আমরা সবসময় মেয়েদের ক্রিকেট খেলাকে আমরা সমর্থন করি। ইতিমধ্যে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, মেয়েরা ক্রিকেট খেলুক, এটা মানতে পারছে না আফগানিস্থানের নয়া তালিবান সরকার। এখানেই থেমে না থেকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে আরও বলা হয়, আফগানিস্থানের পুরুষদের বিপক্ষে হোবার্টে যে টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল তা এই মুহূর্তে সম্ভব নয়।
প্রসঙ্গত, এই সমদ্ধে অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাক বলেন, ‘তালিবানদের সমস্ত সিদ্ধান্তের ওপর আমরা কড়া নজর রাখছি। মেয়েদের ক্রিকেট খেলা বন্ধের ফতোয়া জারি হওয়াটা সত্যি খুব চিন্তার বিষয়। মেয়েদেরকে যে কোনও রকম খেলা থেকে বাদ দেওয়ার বিষয়টি একেবারেই মানতে পারা যায় না।’