এবার বদলে গেল অন্ধ্রপ্রদেশের রাজধানী। এতদিন রাজ্যের রাজধানী ছিল অমরাবতী (Amaravati)। মঙ্গলবার অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি (Jaganmohan Reddy) ঘোষণা করলেন নতুন রাজধানীর নাম। প্রশাসনিক কারণেই অমরাবতী (Andhra Pradesh) থেকে রাজধানী উঠে আসছে দক্ষিণ ভারতের সৈকত শহরে। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) রাজধানী হবে বিশাখাপত্তনাম (Visakhapatnam)। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে নয়া রাজধানীর কথা ঘোষণা করেন জগন। এই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, কৃষ্ণা নদীর তীরে অমরাবতীতে তাঁর সরকার বড়সড় কোনও প্রকল্প গড়তে চলেছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সকলকে বিশাখাপত্তনমে আমন্ত্রণ জানাচ্ছি। কিছুদিনের মধ্যেই যা আমাদের রাজধানী হবে। কয়েক মাসের মধ্যে আমি নিজেও বিশাখাপত্তনমে চলে যাচ্ছি।’