নিজস্ব সংবাদদাতা: শহরে প্রতিনিয়ত বাড়ছে বাজ পরে মৃত্যুর সংখ্যা। আকাশে মেঘ জমলেই প্রানে যেনো ধুকপুক করে ওজন এক ভয়ে। কাল বাংলা তথা বাংলাদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাতের পাশাপাশি তীব্র বজ্রপাত হয়। বজ্রপাতে বেঘোরে প্রাণ হারিয়েছেন ২৯ জন।
কেবলমাত্র সিরাজগঞ্জ ও চট্টগ্রামে মারা গেছে ১০ জন। এর আগে শনিবার বজ্রাঘাতে ৭ জন ও শুক্রবার ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অর্থাৎ মাত্র তিন দিনে প্রাকৃতিক কারণে ৪৫ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সিরাজগঞ্জে স্কুলছাত্র সহ পাঁচজন, চট্টগ্রামে পাঁচজন এবং সাতক্ষীরা, ফেনীর সোনাগাজী উপজেলা ও পটুয়াখালীতে দুইজন করে মৃত্যু হয়েছে গেছে। এছাড়া মানিকগঞ্জে একজন, বগুড়ায় একজন, মাদারীপুরের শিবচরে একজন, দৌলতপুরে একজন, মেহেরপুর একজন, পাবনার আটঘরিয়ায় একজন, মাগুরার মোহাম্মদপুর উপজেলায় একজন, শরীয়তপুরে একজন, নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে একজন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একজন, মুন্সিগঞ্জের সিরাজদিখানে একজন, বরিশালের উজিরপুরে একজন ও রংপুরের গঙ্গাচড়ায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।