22 C
Kolkata

লকডাউন উঠতেই ইউহানে ফিরল করোনা

নিজস্ব সংবাদদাতা :: মাসখানেক আগেই বন্দিদশা থেকে বেরিয়েছে চিনের ইউহান শহর। লকডাউন খুলতেই ফের ছন্দে ফিরছিল জীবন। কিন্তু হটাৎ ছন্দপতন ঘটল। ফের শহরটিতে একাধিক সংক্রমণের মামলা প্রকাশ্যে এসেছে। স্বাভাবিকভাবেই এতে উদ্বিগ্ন প্রশাসন।

প্রশাসন সূত্রে খবর, হুবেই প্রদেশের রাজধানী ইউহান শহরের একটি আবাসনে পাঁচ করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। এপ্রিলের ২৮ তারিখের পর এই প্রথম একদিনে ১৭ জন করোনাতে আক্রান্ত হয়েছেন। তাত্‍পর্যপূর্ণভাবে, ইউহানে কয়েক হাজার উপসর্গহীন করোনা আক্রান্ত রয়েছে। তবে তাঁদের আক্রান্তের তালিকায় রাখে না চিন। এর ফলে আক্রান্তের মোট সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে। গত এপ্রিল মাসে ইউহান থেকে লকডাউন প্রত্যাহার করে নেয় সরকার। ধীরে ধীরে খুলতে শুরু করে স্কুল-কলেজ। তবে উপসর্গহীন করোনা আক্রান্তদের সরকারি নজরদারিতে রাখা হয়েছে।এদিকে, ইউহানে নয়া মামলা প্রকাশ্যে আসতে উদ্বেগ বেড়েছে শি জিনপিং প্রশাসনের। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি ফের জটিল হয়ে উঠতে পারে। চিনে দ্বিতীয় দফায় আরও ভয়াবহ হামলা চালাতে পারে করোনা। উল্লেখ্য, কয়েকদিন আগেই উদ্বেগ বাড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এমনটা হতে পারে যে কোনও দিনই করোনার টিকা বেরল না। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন গবেষণাগারে ১০০টি টিকা নিয়ে কাজ চলছে। তার মধ্যে বেশ কয়েকটি প্রতিষেধকের প্রয়োগ মানবশরীরে করার কাজ বা ‘হিউম্যান ট্রায়াল’ চলছে।

আরও পড়ুন:  কখনও অট্টহাসি কখনও আর্তনাদ! আজও এই শহর জুড়ে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা

Featured article

%d bloggers like this: