নিজস্ব প্রতিনিধি: বার্ষিক ক্ষতি ১.১ বিলিয়ন মার্কিন ডলার। তবু খুশি এমিরেটস বিমান কোম্পানি। কারণ আগের বছরের তুলনায় তা প্রায় ৫গুন কম।
মধ্যেপ্রাচ্যের সর্ববৃহৎ বিমান পরিষেবা এমিরেটস জানিয়েছে দুবাই সরকার ৯৫৪ মিলিয়ন মার্কিন ডলার। দুবাই সরকার এমিরেটস -এর অধিকর্তা।
শুক্রবার এক বিবৃতিতে এমিরেটস জানায়, গত আর্থিক বছরে তাদের আর্থিক ক্ষতি ১ বিলিয়ন মার্কিন ডলার। যদিও বর্ধিত ক্রেতা চাহিদার ফলে ৮৬% রাজস্ব বেড়েছে। ২০২১ – ২২ এ এমিরেটস ১৯.৬ মিলিয়ন যাত্রী পরিষেবা দিয়েছে। ২০২০- ২১ এ যাত্রী সংখ্যা ছিল ৬.৬ মিলিয়ন।
“2021-22 একটি উল্লেখযোগ্য বছর ছিল কারণ সংযুক্ত আরব আমিরশাহী তার 50 তম বার্ষিকী পালন করেছে। সারা বিশ্বকে দুবাইয়ে আহ্বান করেছে 2020 এক্সপোতে। এর সাথে সাথেই বাড়ে সারা বিশ্বের সংযুক্ত আরব আমিরসাহিতে পৌঁছনোর ব্যস্ততা ,” শেখ আহমেদ বলেছেন।