লন্ডন : লায়লা ডেভিস। মাত্র আঠারো বছর বয়সী একটি খুদে। তার মাথা ভরা সোনালী চুল। এলোমেলো আঁচড়ানো নয়। দেখতে ঠিক খুদে আইনস্টিনের মতো। যখন তার বয়স মাত্র একমাস তখনই তার মা বুঝতে পারে যে বাচ্চাটির চুল আঁচড়ানো যাচ্ছে না। আনকোম্বেবল হেয়ার সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করে লায়লা। ডাক্তারের কাছে গেলে ধরা পরে সেই রোগ।
আনকোম্বেবল হেয়ার সিনড্রোম হল একটি রোগ,যার কারণে মাথার চুল সব সময় দাঁড়িয়ে থাকে। তা মাথায় পেতে বসানো যায় না। ১৯৭৩ সালে প্রথম এই রোগের আবিষ্কার হয়।বর্তমানে সারা পৃথিবীতে প্রায় ১০০ জন মত লোক এই সিনড্রমে আক্রান্ত।
বাচ্চাটির বাবা-মা জানান , তাঁরা অনেকবার লায়লার চুল ব্লো-ড্রাই করে কন্ডিশনার লাগিয়ে ঠিক করার চেষ্টা করেছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তবে সম্প্রতি তাঁর ওই খাড়া চুলের একটি ভিডিও আপলোড হয়েছে সোশ্যাল মিডিয়া তে। লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সেই ভিডিও। দেখা মাত্রই তাঁদের প্রতিক্রিয়া ‘এ তো ছোট্ট আইনস্টাইন ‘।আবার করার মতে তাকে দেখতে বরিস জনসনের মত। তার সোনালি চুলের রাশি আর মিষ্টি মুখের হাসি ঢেকে দিয়েছে সব রোগও।