নিজস্ব সংবাদদাতা :: ফ্রান্সের নান্তে শহরে শনিবার একটি পনেরো শতকের ক্যাথিড্রালে আগুন লেগে যায়। বেশ কয়েক ঘণ্টা লেগে যায় এই আগুন নিয়ন্ত্রণে আনতে। ২০১৯ সালে সারা পৃথিবীকে স্তব্ধ করে নোত্রে দাম গির্জা পুড়ে ভস্মীভূত গিয়েছিল । শনিবার সেই স্মৃতিই ফিরে এল ফ্রান্সে। ওই গির্জার কর্তৃপক্ষের মতে, গির্জার ভিতরে রাখা শতাব্দী প্রাচীন অর্গানটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। বেশ কিছু স্তম্ভ ও দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে তাঁরা এও জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ গত বছর নোত্রে দাম গির্জার তুলনায় অনেক কম। এ দিন সকাল আটটা নাগাদ ফ্রান্সের নান্তে শহরে এই সেন্ট পিটার গির্জায় আগুন লেগেছে বলে খবর পান দমকল বিভাগের কর্মীরা। তড়িঘড়ি ১০০ জনের একটি দল পৌঁছে যায় ওই গির্জার কাছে। দু’ঘণ্টা লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফরাসি প্রধানমন্ত্রী জাঁ ক্যাসটেক্স ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে আশ্বাস দেন। সমস্ত দমকলকর্মীকে ঝুঁকি নিয়ে এই ঐতিহ্যবাহী গির্জা রক্ষার জন্য ধন্যবাদ জানান তিনি। ১৯৭২ সালে শেষবার আগুন লেগেছিল এই গির্জায় । মেরামত করতে লেগে গিয়েছিল ১৩ বছর।