28 C
Kolkata

চতুর্থবার শপথ গ্রহণ !

নিজস্ব সংবাদদাতা : বাশার আল আসাদ নামটা কি শোনা শোনা লাগছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ায় টানা চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তিনি আবারও। গত রবিবার দেশটির সংসদে নতুন মেয়াদে শপথ নেন তিনি। ফলে আরো সাত বছর সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন বাশার আল আসাদ।

গতকাল বাশার আল আসাদ সংসদে উপস্থিত সকলকেই সম্বর্ধনা জানান। এরপর সংবিধানের নিয়ম মেনে সবার সামনে নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিয়ার রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, সাংবাদিক, শিল্পীসহ প্রায় ৬শ’ মানুষ। শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, যেসব জাতি স্বাধীনতা ও মুক্তির পথ বেছে নিয়েছে তারা কখনো নিজেদের অধিকার রক্ষার সংগ্রামে ক্লান্ত হয় না। তিনি আরো বলেন, অনেকেই সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করতে চেয়েছিল। তবে তাদের এই চেষ্টা বিফলে গেছে। এবং বাশার এও জানায় যতদিন সে রয়েছে সিরিয়ায় বড় কোনো ক্ষতি কেউই করতে পারবে না। এই দেশ তার মাতৃসমান, নিজের সবটুকু দিয়েই আগলে রাখবেন তিনি।

আরও পড়ুন:  ‘আমি ব্রাত্য কেন?’ – দিগ্বিজয় সিং
আরও পড়ুন:  Hijab Controversy: সাংবাদিক হিজাব না পরায় সাক্ষাৎকার বাতিল করলেন রাষ্ট্রপতি

Related posts:

Featured article

%d bloggers like this: