22 C
Kolkata

Indonesia Earthquake : ফের কেঁপে উঠলো বালি ! এবার কি তবে সুনামি এলো বলে ?

বালি : সোমবার হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। রিখটার স্কেল জানাচ্ছে ভূমিকম্পের মাত্রা ৬.১। ভোর ৪ তে নাগাদ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে হয় এই ভূমিকম্পটি। এর ততীব্রতা অনেক বেশি হলেও কোনও ক্ষয় ক্ষতির খবর মেলেনি। জারি করা হয়নি কোনও সুনামির সতর্কতা।

এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আকেহ প্রদেশের সিংকিল শহর থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ৪৮ কিলোমিটার গভীরে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে কোনও ক্ষয় ক্ষতি না হলেও ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায়, আফটার শকের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রশান্ত মহাসাগরের রিং ফায়ারের উপর অবস্থিত হওয়ায় ক্রমাগত টেকটনিক প্লেটের মধ্যে সংঘর্ষ লেগেই থাকে। যার কারণে ইন্দোনেশিয়ায় ক্রমাগত ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নিউৎপাতের মোট ঘটে লেগেই থাকে। চলতি মাসের ১০ তারিখ ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা কি ছিল ৭.৭। তবে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল গত বছরের ২১ নভেম্বর। ৫.৬ মাত্রা ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া। ওই ঘটনায় কমপক্ষে ৩৩১ জনের মৃত্যু হয়েছিল এবং ৬০০ মানুষ আহত হন। ২০১৮ সালের ভয়াবহ ভূমিকম্প ও তারপরে সুনামিতে ইন্দোনেশিয়ার কমপক্ষে ৪৩৪০ মানুষের মৃত্যু হয়েছিল

আরও পড়ুন:  Akanksha Dubey: হোটেলের ঘরে উদ্ধার ভোজপুরী অভিনেত্রীর ঝুলন্ত দেহ

Featured article

%d bloggers like this: