তেহরান: হিজাব বিতর্ক এবং প্রতিবাদ ইতিবাচক ফল দিচ্ছে ইরানকে। দিনের পর দিন পথে আন্দোলনরত মহিলারা। এরপরই টনক নড়ছে তেহরান সরকারের। সম্প্রতি হিজাব আইন সংশোধনের বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মহম্মদ। হিজাব বিরোধী একের পর এক আন্দোলনে প্রতিবাদীদের পাশেই দাঁড়াচ্ছে গোটা বিশ্বের বেশিরভাগ। দিন দুয়েক আগে দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এই ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর কথায়, সাধারণতন্ত্র এবং ইসলামিক প্রতিষ্ঠানগুলি সাংবিধানিকভাবে মজবুত ভিতের উপর প্রতিষ্ঠিত। তবে সংবিধানের বদলা না কিছু প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব। এরপরই হিরাবাইন বদলাতে পারে বলে শোনা গিয়েছে। কিন্তু কী ধরনের বদল আনা হবে তা সুস্পষ্ট জানানো হয়নি।