কাবুল: মঙ্গলবার এই দুর্দিন দেখবে, ভাবতে পারেনি আফগানিস্তানবাসী। হঠাৎ কম্পনে ধ্বংসস্তূপ গোটা একটা গ্রাম। মৃত্যু সংখ্যা হাজার ছুঁয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আহত দেড় হাজার পেরিয়েছে। কিছুদিন আগে তালিবানের আক্রমণে দুর্বিষহ হয় আফগানের পরিস্থিতি। সেই অবস্থা সামলে উঠতেই এবার প্রাকৃতিক ধাক্কা। তালিব নেতা হিবাতুল্লা আখুন্দাজা জানিয়েছেন, শ’য়ে শ’য়ে বাড়ি ভেঙেছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হচ্ছে আহতদের। মৃতের স্তূপে অভিশপ্ত কাবুলিওয়ালার দেশ।