29 C
Kolkata

টরন্টোর বিলবোর্ডে মোদির ছবি

নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগেই ভারত-সুইডেন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, ভারতীয় করোনার ভ্যাকসিন ইতিমধ্যেই প্রায় ৫০টি দেশে রফতানি করা হয়েছে। সামনের মাসগুলিতে আরও বহু দেশে এই ভ্যাকসিন নয়াদিল্লি পাঠাতে চায় বলেই জানিয়েছিলেন তিনি।

ভারতের এই সিদ্ধান্ততে সাধুবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। হু-র বক্তব্য ছিল, ‘ধন্যবাদ ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এভাবে ভ্যাকসিন মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার কাজ প্রশংসনীয়। আপনাদের সহযোগিতায় প্রায় ৬০-এরও বেশি দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে স্বাস্থ্যকর্মী ও প্রয়োজনীয় বয়সীদের টিকাকরণ শুরু করা গিয়েছে।

আমরা আশা করি, ভারতকে দেখে অন্য দেশগুলিও এই কাজে এগিয়ে আসবে।’ এবার গ্রেটার টরন্টোতে শহরজুড়ে বিশাল বিশাল বিলবোর্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি লাগিয়ে জানানো হয়েছে ধন্যবাদ। তার পাশাপাশি কানাডা ও ভারতের সম্পর্ক আরও মজবুত করার আহ্বান জানানো হয়েছে বিলবোর্ডের লেখায়।

আরও পড়ুন:  Himalaya: গাইড ছাড়া হিমালয়ে ট্রেকিং করা যাবে না, সিদ্ধান্ত নেপাল সরকারের

ভারতীয় করোনাভ্যাকসিন কোভিশিল্ড বিভিন্ন দেশে পাঠানো শুরু হয়ে ওয়েছে। একাধিক দেশের পাশাপাশি কানাডাতেও করোনাভাইরাসের ভ্যাকসিন পাঠানো হয়েছে। গত সপ্তাহেই ৫ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন কানাডায় পাঠিয়েছে ভারত।

কানাডার ভেরিটি ফারমাসিউটিকাল্স এই করোনার টিকা সরবরাহ করছে সেই দেশে।মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও ভারতের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। বিজ্ঞানের জয়যাত্রা করোনার প্রতিষেধক আবিষ্কারে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন তিনি।

Featured article

%d bloggers like this: