কাঠমান্ডু : পোখরার দুর্ঘটনাস্থল থেকে কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি। জানিয়ে দিলেন নেপালসেনা। এখনও পর্যন্ত যে কজনকে উদ্ধার করা গেছে তাঁরা সকলেই মৃত।
৭২ জনকে নিয়ে পোখরা বিমানবন্দরে ভেঙে পড়েছে নেপালের বিমান। মাটি ছোঁয়ার মাত্র ১০ সেকেন্ড আগে ভেঙে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের যাত্রিবাহী বিমান এটিআর-৭২। এই দুর্ঘটনাকে বলা হচ্ছে নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিপর্যয়। ওই বিমানের ৭২ জন যাত্রীর মধ্যে ছিলেন পাঁচ ভারতীয়। তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে।
রবিবার স্থানীয় সময় ১০ টা ৩৩ মিনিটে ত্রিভুবন বিমানবন্দর থেকে উড়েছিল এটিআর-৭২ বিমানটি। পাঁচ জন ভারতীয় ছাড়াও ৫৩ জন নেপালি এক জন আয়ারল্যান্ডের বাসিন্দা, দু’জন কোরীয়, এক জন আর্জেন্টিনীয় এবং এক জন ফরাসি যাত্রী ছিলেন সেখানে। সবক’টি দেহ উদ্ধার করা না গেলেও বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।