নিজস্ব প্রতিবেদন : উত্তর করিয়া এই দেশটির নাম শুনলেই প্রথমে মাথায় আসে কিম জং উং মুখ। নিজেদের রাজনৈতিক কারণ এবং একধিক অবাককরা নিয়ম কানুনের জন্য বরাবরই শিরোনামে থাকে এই দেশ। আসুন জেনে নিই সেরকমই কয়েকটি নিয়ম।
১) উত্তর কোরিয়ায় ছেলে এবং মেয়েদের জন্য ২৮ টি চুলের স্টাইল আছে এবং তাদের ওই স্টাইলের মধ্যে থেকেই বেছে নিতে হয় তাদেরকে।তবে যদি করোর ওই স্টাইল পছন্দ না হয় তাহলে আপনার তাদের কাছে একটা অপশান থাকে সেটি হল টাক হয়ে যাওয়া। এই নিয়মের বিরোধিতা করতে পারেন শুধুমাত্র কিম জং। তও আবার ওনার মত মিলিয়ে কেউ হেয়ার স্টাইল করলে ওই ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে।
২) এখানে পড়াশুনো শেখা খুবই ব্যয়বহুল যার হলে সবাই পড়াশুনো করতে পারে না। কারন ওখানকার স্কুলে পড়ার খরচ তো দিতে হয় তার সাথে এই স্কুলের চেয়ার, টেবিলেরও খরচ দিতে হয়। তাই যারা ধনী ব্যাক্তি তারাই তাদের ছেলে মেয়েদের পরাতে সক্ষম হয়।
৩) এখানকার স্কুলে বাচ্চাদের ইতিহাস তো পড়ানো হয়। তবে সেই ইতিহাসের বিষয়বস্তু হল শুধুমাত্র কিম জন উন এবং কিম ইল সুং এর বীরত্বের কথা আর অন্য কিছুই নয়।
৪ ) উত্তর কোরিয়ার জাতীয় ভাষা হল কোরীয় ভাষা ।তবে এখানে ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশী ভাষা হিসাবে অবস্থান করে সম্ভবত চীনা ভাষা। উত্তর কোরিয়ার রাজধানি পিয়ং ইয়ং।
৫) উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে ৫ বছর অন্তর ভোট তো হয় কিন্তু সেখানে একজনই প্রার্থী তিনি হলেন কিম জং উন আর অন্য কোনো বিরুদ্ধি পক্ষ নেই। ওখানকার মানুষের কাছে শুধুমাত্র নির্বাচন করার একটায় অপশান থাকে তাও সবাইকে ভোট দিতেই হয়।
৬) আমাদের এখানে যেমন টিভির চ্যালেন অনেকগুলি আছে কিন্তু উত্তর কোরিয়াতে মাত্র ৩ টি টিভির চ্যালেন আছে আর উত্তর কোরিয়ার রাজধানিতে আছে ৪ টি টিভির চ্যানেল।
৭) উত্তর কোরিয়াতে সবচেয়ে বড়ো ২ টো অপরাধ হল বাইবেল পড়া ও পর্ণ দেখা।
৮) এখানে ইন্টারন্যাশনাল কল করা যায় না অর্থাৎ এখানেকার মানুষ বাইরের দেশের কোনো মানুষের সাথে কথা বলতে পারে না।আর যদি কেউ কথা বলে তাহলে তাকে মৃত্যুবরন করতে হয়।
৯) উত্তর কোরিয়াতে ঘুরতে যাওয়া মানুষদেরকে একটিই হোটেলে রাখা হয়।এবং এই মানুষরা যদি বাইরে বের হতে হলে তাদের সাথে করে একটি গাইডকে সব সময় নিয়ে যেতে হয়।
১০) এখানে জিন্সের প্যান্ট পড়া নিষিদ্ধ।তাই জিন্স প্যান্ট পড়ে ঘুরলে পা ভেঙে ফেলা হবে।