নিজস্ব সংবাদদাতা : তৃতীয়বারের জন্য কুলভূষণ যাদবের কনস্যুলার অ্যাকসেস নিয়ে এই মামলার দ্রুত নিষ্পত্তিতে সাহায্য করুক ভারত। এই বার্তাই দেওয়া হল পাকিস্তানের তরফে।
আন্তর্জাতিক ন্যায় আদালতের-এর নির্দেশ মেনে ইসলামাবাদ হাই কোর্টে চলা এই সংক্রান্ত মামলার ক্ষেত্রে যাতে নয়াদিল্লি সহযোগিতা করে সেই আহ্বানও জানানো হয়। বৃহস্পতিবার ইসলামাবাদে সাপ্তাহিক সাংবাদিক বৈঠকের সময় এই বিষয়টি উত্থাপন করেন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী।
এপ্রসঙ্গে বলেন, ‘ভারতের কাছে আমরা এবিষয়ে এগিয়ে আসার আহ্বান জানাব। তৃতীয়বারের জন্য কনস্যুলার অ্যাকসেস নিয়ে ইসলামাবাদ হাই কোর্টে চলা এই সংক্রান্ত মামলার নিষ্পত্তির বিষয়ে সাহায্য করার আবেদন করব।
এর আগেও দুবার প্রাক্তন ওই ভারতীয় নৌ সেনা আধিকারিককে কনস্যুলার অ্যাকসেস দিয়েছিল পাকিস্তান। আসলে আন্তর্জাতিক ন্যায় আদালতের নির্দেশ মেনে আইনি পথে এই মামলার নিষ্পত্তি চাই আমরা। তাই ভারত সরকারকেও এই বিষয়ে এগিয়ে এসে পাকিস্তানের আদালতে চলা মামলায় সহযোগিতা করার আহ্বান জানাব।’
পাকিস্তানের পক্ষ থেকে এই ধরনের প্রস্তাব আসলে প্রহসনের নমুনা বলেই অভিযোগ ভারতের। নয়াদিল্লির দাবি, ইসলামাবাদে মুখে এই ধরনের কথা বললেও কুলভূষণ যাদব -কে মুক্তি দেওয়ার বিষয়ে কোনও সদিচ্ছাই দেখাচ্ছে না।
উলটে ভারতীয় আইনজীবীকে এই মামলা লড়তে না দিয়ে বিচারের নামে নাটক করার চেষ্টা করছে। সত্যিই যদি এই বিষয়ে তাদের মনোভাব ভাল হত তাহলে কোনও শর্ত ছাড়াই কনস্যুলার অ্যাকসেস দেওয়া হত কুলভষণ যাদবকে।
ঠিক যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল আন্তর্জাতিক ন্যায় আদালতের তরফে। যা কোনও মতেই করছে না পাকিস্তান। এর ফলে এবিষয়ে তাদের আর কেউই বিশ্বাস করছে না।