22 C
Kolkata

Russia Ukraine war : যুদ্ধ বিরোধী মানলো না মস্কো দাবি জেলেনস্কির

কিয়েভ: শুক্রবার দুপুর থেকে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু করার কথা জানিয়েছিল রাশিয়া। এক তরফা ভাবেই । যদিও পুতিনের সেই যুদ্ধ বিরতির বার্তায় ভরসা রাখেনি ইউক্রেন। অর্থোডক্স ক্রিসমাসের সম্মানে ওই বিরতি ঘোষণার পরেও দু’পক্ষ পরস্পরের বিরুদ্ধে গোলা ছোড়ার অভিযোগ তুলেছে। তার প্রেক্ষিতেই পুতিনের সিদ্ধান্তকে ব্যর্থ বলে কটাক্ষ করলেন জেলেনস্কি।

ইউটনের প্রেসিডেন্ট দাবি করেন, যুদ্ধ বিরোধী নিয়ে ওরা অনেক কিছু বলেছিল তার মধ্যেও বাক মুখ এবং ইউক্রেনের অন্য শহরে গোলাবর্শন করেছে রাশিয়া ।’

ইউটেনের দাবি, ওই যুদ্ধ বিরোধী আসলে একটি জনকৌশল বিরোধী পর্ব শুরু হওয়ার প্রথম তিন ঘন্টা তেও চুপ ছিল না রাশিয়ান সেনা। ওইটুকু সময়ের মধ্যে কমপক্ষে ১৪ বার দিকে গোলা ছুড়েছে পুতিনের সৈন্য । এক বাসিন্দার কথায়, ‘গত সপ্তাহে যা ছিল, গোটা মাস জুড়ে যা ছিল, শনিবারের পরিস্থিতিও তাই। আশ্বাস থাকলেও পরিবর্তন কিছু নেই। ‘

আরও পড়ুন:  Facebook:স্বামীর পরকীয়ার কথা জানতে পেরে যা করলেন মহিলা শুনলে আপনিও হতবাক হবেন

উল্টো দিকে রাশিয়ার দাবি, ইউক্রেন যুদ্ধবিরোধী মানেনি লাগাদার গোলা বর্ষণ করেছেন । তার কারণেই মস্কো চুপ থাকতে পারেনি ।

Featured article

%d bloggers like this: