25 C
Kolkata

মাইনাস ৫০ ডিগ্রি তাপমাত্রায় গাড়িতেই আটকে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : রাস্তা ভুলে যাওয়ায় মর্মান্তিক মৃত্যু ঘটল এক যুবকের। আরটি ডটকমের রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার ইয়াকুটিয়া অঞ্চলে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, মৃতের বয়স মাত্র ১৮। একসপ্তাহ আগে সে রাস্তা হারিয়ে ফেলেছিল এরপর ঠাণ্ডা এতটাই তীব্র হয়ে পড়ে যে, গাড়ির ভেতর থেকে বেরোতে পারেনি সে।

অবশেষে অনুসন্ধানকারী দল তার মৃতদেহ খুঁজে পায়। রিপোর্টে বলা হয়েছে, ২৮ নভেম্বর দুই যুবক টয়োটা চেজার গাড়িতে করে রাশিয়ার ইয়াকুটস্ক থেকে মাগাদানের দিকে যাত্রা শুরু করে। এই দুটি শহরের মাঝামাঝি রাস্তা, কলিমা হাইওয়েটিকে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়।

এমনকি একে ‘রোড অফ বোনস’ও বলা হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অঞ্চলে রাতের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রিতে নেমে যায়। উদ্ধারকারী দল দেখতে পায় যুবকের গাড়ির রেডিয়েটারটিও ভেঙে পড়ে রয়েছে। গাড়িটি একটি বন্ধ হাইওয়েতে আটকে ছিল।

আরও পড়ুন:  Himalaya: গাইড ছাড়া হিমালয়ে ট্রেকিং করা যাবে না, সিদ্ধান্ত নেপাল সরকারের

কীভাবে যুবক মূল সড়ক থেকে রাস্তায় পৌঁছেছিল তা এখনও ঠিক বোঝা যাচ্ছে না। প্রায় এক সপ্তাহ ধরে গাড়িতেই থাকার পরে প্রচণ্ড শীতে মৃত্যু হয় ওই যুবকের। তবে যুবকের মৃত্যু হলেও তাঁর সঙ্গী নিজেকে বাঁচাতে সক্ষম হয়, উদ্ধারকারীদল তত্ক্ষণাত্ তাকে হাসপাতালে ভর্তি করেন এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

Featured article

%d bloggers like this: