25 C
Kolkata

True Love Story: প্রেমের টানে কাঁটা তার পেরোলো তরুণী

নিজস্ব প্রতিবেদন : প্রেম মানুষকে কি কি না করায়! অনেক সময় শোনা যায়, প্রেমের ঠিকানা খুঁজতে বিদেশ থেকে ভারতে এসেছেন অনেকে। আবার অনেকে ভারত ছেড়ে বিদেশের মানুষ হয়ে গিয়েছেন। তবে এমন উদাহরণ বোধায় খুবই কম রয়েছে। ওই কথায় আছে না, প্রেমে যার মজে মন কিবা হাসি কি বা ডোম। আর সেই জন্যই বোধহয় বাংলাদেশ থেকে শুধুমাত্র প্রেমের খোঁজ করতেই সাঁতরে ভারত এসেছেন বাংলাদেশী এক যুবতী।

কৃষ্ণা মন্ডল নামের এই ২২ বছরের যুবতীর ফেসবুকের মাধ্যমে আলাপ হয় এক যুবকের সঙ্গে। এবং সেই আলাপ ধীরে ধীরে প্রেমে পরিবর্তন হয়। আর সেই প্রেমই আর বাঁধ মানতে চায়নি। তাই ভারত আসার ইচ্ছা হলেও পাসপোর্ট না থাকার কারণে ভারত আশা সম্ভব হবে না জেনে, সুন্দরবনের মাতলা নদী পার করে কলকাতার কালীঘাটে এসে বিয়ে সারেন প্রেমিক যুগল।

আরও পড়ুন:  Facebook:স্বামীর পরকীয়ার কথা জানতে পেরে যা করলেন মহিলা শুনলে আপনিও হতবাক হবেন

যুবকের নাম অভীক মন্ডল। দক্ষিণ ২৪ পরগনার কাছে কৈখালী গ্রামে তারা প্রথম দেখা করেন তারপর সেখান থেকেই পালিয়ে আসেন কলকাতার কালীঘাটে । এই খবর জানাজানি হওয়ার পরে রীতি মতন শোরগল পড়ে গিয়েছে তাদের এই প্রেম কাহানি শুনে।

Featured article

%d bloggers like this: