লাহোর: নতুন বছর শুরু হয়ে গিয়েছে। প্রথম দিন থেকেই বিশ্বের নানা প্রান্ত থেকে একের পর এক দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসছে। তৃতীয় দিনেই ফের একবার রক্তাক্ত হামলার শিকার পাকিস্তান। পাকিস্তানে কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) দুই কর্মকর্তাকে গুলি করে খুন করেছে জঙ্গিরা। ঙ্গলবার পঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলায় ঘটনাটি ঘটেছে।
পঞ্জাব পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, মুলতানে অফিসে যাওয়ার পথে সিটিডির ডেপুটি ডিরেক্টর নাভিদ সাদিক এবং ইন্সপেক্টর নাসির আব্বাস দুপুরের খাবারের জন্য খানেওয়ালের একটি রেস্তোরাঁয় থেমেছিলেন। সেই সময় তাঁদের ওপর গুলি চালায় দুই জঙ্গি। এতে ঘটনাস্থলেই দুই কর্মকর্তা নিহত হন। ঘটনার পরই জঙ্গিরা একটি বাইকে চেপে পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে, জঙ্গিদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি। তিনি সন্ত্রাসের সর্বশেষ তরঙ্গ মোকাবিলায় পঞ্জাব পুলিশকে উচ্চ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। এই হামলার পেছনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ এই জঙ্গি গোষ্ঠীটি সম্প্রতি তার সদস্যদের পাকিস্তানজুড়ে হামলা চালানোর নির্দেশ জারি করেছে।