18 C
Kolkata

নাক উধাও এ কেমন রোগ?

করোনা নিয়ে যেখানে পুরো বিশ্ব মাতাল হয়ে রয়েছে। তারই মাঝে এক অদ্ভুত রোগ দেখা দিল। সেটি হল নাকের ভেতরে নানান ধরনের ব্যাকটেরিয়া ও বাইরাস বাসা বেঁধে নাকের ভেতরে হারকে ছিদ্র করে সেখানে বড় গর্তের সৃষ্টি করেছে যার ফলে নাকের ভেতরের এক্সরে চিত্র দেখা যাচ্ছে না সে কারণে এটি একেবারেই গর্ত হয়ে গিয়েছে এবং বাইরে থেকে নাকটি একেবারে বোঝা যাচ্ছে না তাই এর অন্য এক নাম দিলেন ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন।

তারা গবেষণা করে বার করে যে এটি একটি নাসিকারন্ধ্রের ব্যাকটেরিয়ার বহুদিনে বসবাসের ফলে তৈরি এক ছিদ্র । যার ফলে নাক থেকে কুরে কুরে খেয়ে নিয়েছে সে ব্যাকটেরিয়া এবং এটি একটি ন্যাজাল ডিসঅর্ডারের রূপ।

আরও পড়ুন:  Anti-Hijab Protest: হিজাব আইনে বদল আনতে পারে সরকার

এর থেকে বাঁচার জন্য নাকের ভেতরে কোন শ্বাসজনিত কষ্ট হলে ডাক্তারের চেকআপ করাতে হবে সাথে সাথে এবং তার উপযুক্ত থেরাপি শুরু করে দিতে হবে নইলে ভবিষ্যতে এরকমই রূপ নিতে চলেছে এই ন্যাজাল ডিসঅর্ডার।

Featured article

%d bloggers like this: