বেজিং: বিপর্যস্ত চিন। শি জিংপিং-এর কঠোর কোভিড বিধি আর মানতে পড়ছে না দেশবাসী। সম্প্রতি চিনের একটি শহরে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনা যায়নি। এর কারণ কঠোর হোম আইসোলেশন। রাজধানী শহর বেজিং এবং সাংহাইতে সতঃস্ফুর্ত প্রতিবাদ দেখা গিয়েছে। জিংপিংয়ের পদত্যাগের দাবি জানিয়েছে জনগণ।
বিদেশি সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, চিনের একাধিক জায়গায় প্রাচীন তুর্কি মুসলমান মানুষের বসতি রয়েছে। বেশ কিছুদিন ধরে ভিতরে ভিতরে তাদের সরানোর প্রক্রিয়া শুরু করেছে জিংপিং সরকার। এমনকী, তীব্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠেছে। ওই দেশে সংবাদ মাধ্যমের অধিকার সরকারের হাতে সীমিত। যে কারণে সকল সত্য জনসমক্ষে উঠে আসে না। পাকিস্তান, ইন্দোনেশিয়া, আরবিয়ান পেনিনসুলার মতো মুসলিম দেশের সঙ্গে সুসম্পর্ক থাকা সত্ত্বেও এই কাণ্ড চলছে চিনে। এমনকী, পাকিস্তানের আইএসআইয়ের মতো জঙ্গী গোষ্ঠীগুলিকে অস্ত্র পর্যন্ত সরবরাহ করে চিন। তবুও নিজের দেশে এভাবে মানবাধিকার লঙ্ঘন করছে।
China: কেন চিনা প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ জনতা?
