22 C
Kolkata

Zelenskey : মোদিকে ফোন জেলেনস্কির

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন জেলেনস্কির। কি কথা হয় তাঁদের দুজনের ? সেই নিয়েই এদিন টুইট করেছেন জেলেনস্কি।

জানা গিয়েছে, সোমবার মোদিকে ফোন করে যুদ্ধ থামাতে সাহায্য চেয়েছেন তিনি। পাশাপাশি তিনি লেখেন,’ আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার ফোনে কথা হয়। তাঁকে জি-২০র সভাপতিত্বের জন্য শুভেচ্ছা বার্তা জানাই। এই প্ল্যাটফর্ম থেকে আমি শান্তির উপায়ের ঘোষণা করছি, আর আমি ভারতের দিকে তাকিয়ে রয়েছি এটি বাস্তবায়িত করার ক্ষেত্রে ভারতের অংশ নেওয়ার দিকে। আমি রাষ্ট্রসংঘকে তাদের সমর্থন ও মানবিক সাহায্যের জন্য ধন্যবাদ জানাই।’

উল্লেখ্য, কয়েকদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একাধিকবার ফোনে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার। ভারতের প্রধানমন্ত্রী বরাবরই শান্তিপূর্ণ ভাবে দুই দেশের সমস্যা মেটাতে বার্তা দেন।

আরও পড়ুন:  DA:মহার্ঘ ভাতা না মিললেও,সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর ঘোষণা করল নবান্ন!

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধে রাশিয়ার অন্যতম অস্ত্র হচ্ছে শীত। কিয়েভ এখন মাইনাসে। ফলে ঘর গরম রাখতে ও জলের পাইপগুলিকে সচল রাখতে বিদ্যুতের প্রয়োজন। সেই দুর্বল জায়গাতেই আঘাত করছে রাশিয়া। শুধু তাই নয়, ঠান্ডায় ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার একটি পরিকল্পনাও করছে রুশ সেনা। একইভাবে ‘জেনারেল উইন্টার’-এর দাপটে বিপর্যস্ত হয়েছিল নাৎসি বাহিনী। তাই শীতের মরশুমে অনেক বেশি সতর্ক থাকতে হবে।

Featured article

%d bloggers like this: