নিজস্ব প্রতিবেদন: রোজকার ব্যস্ত জীবনে একঘেয়েমি কাটাতে, মনটা একটু ঘুরু ঘুরু করে থাকে। তবে সেই জন্যই দীঘা বা পুরী সকলেই ঘুরতে গিয়ে থাকে। তবে সেই সাধ একটু পাল্টাতে পারেন আপনারা। দিঘার কাছেই অন্য এক সমুদ্র সৈকতে নিজেদের ছুটির দিন সুন্দরভাবে উপভোগ করে আসতে পারেন পরিবারের সাথে। তাও আবার স্বল্প খরচ এবং কম দিনেই। আজকে আপনাদের জানাবো বাগদা বিচ সম্পর্কে। এই বিচে যেতে হলে দেখে নিন।

যাবেন কীভাবে: আপনাকে হাওড়া স্টেশন থেকে ফলকনামা এক্সপ্রেস ধরে উড়িষ্যার বালাসর স্টেশনে নামতে হবে। হাওড়া স্টেশন থেকে বালাসর ৩ ঘন্টার রাস্তা। তারপর স্টেশন থেকে একটি গাড়ি বুক করে বাগদা বিচে যেতে হবে। স্টেশন থেকে বাগদা বিচ পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ১ ঘন্টা ১৫ মিনিট। এখানের বিশেষত্ব হল সেখানে গিয়ে আপনি থাকতে পারেন এক অপূর্ব বিচ ক্যাম্প “My eco camp”- এ।

খরচ : টেন্ট- জনপ্রতি ১৫০০ টাকা (৪ বার খাবারের ব্যবস্থা সহ)।
কমন বাথ কটেজ- জন প্রতি ১৪০০ টাকা।
অ্যাটাচ বাথ- জনপ্রতি ১৮০০ টাকা (এই টাকার সাথে খাওয়া দাওয়া ব্যবস্থা থাকবে)। তবে আপনার সাথে বাচ্চা থাকলে ৫০% টাকা দিলেই হবে।