22 C
Kolkata

Bangladesh: একসময় আত্মহত্যা করতে চেয়েছিলেন, আজ ১৩১তম দেশ ভ্রমণে আসমা

ঢাকা: একটা সময় এমন গিয়েছিল, মৃত্যু খুঁজতে মরিয়া হয়ে উঠেছিলেন। আজ বিশ্বের ১৩১টি দেশ ভ্রমণ করেছেন বাংলাদেশের কাজী আসমা আজমেরী। ১১ সেপ্টেম্বর মরিশাসের উদ্দেশে রওনা হন। বাংলাদেশের সবুজ পাসপোর্ট নিয়ে ঘুরছেন। বিদেশের একাধিক স্কুল, কলেজে গিয়ে নিজের গল্প শোনাচ্ছেন।
আসমার মতে, মরিশাস গিয়ে মনে হল ভারতে এসেছি। দুই কমিউনিটি প্রায় এক। ফ্রেন্চ, ইংরেজি এবং হিন্দি ভাষায় কথা বলে। তাঁর মতে, এভাবে ঘুরলে হতাশা কেটে যায়। একসময় তিনি যে পরিস্থিতি দিয়ে গিয়েছে, সেখান থেকে বেড়িয়েছেন এভাবে। সফর শুরু থাইল্যান্ড থেকে। চাকরি করে টাকা জমিয়ে সফর। এই জার্নি আগামী দিনে অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন আসমা। প্রতিদিন নিজের মধ্যে আত্ম বিশ্বাস তিনি ভ্রমণের মাধ্যমেই গড়ে তুলেছেন।

আরও পড়ুন:  OYO Rooms: ক্রমশই বাড়ছে OYO-র ব্যবসা !

Featured article

%d bloggers like this: